Wellcome to National Portal
Main Comtent Skiped

কী সেবা কীভাবে পাবেন

 অনলাইনে নতুন বিদ্যুৎ সংযোগের আবেদন       খুচরা বিদ্যুতের মুল্যহার ডাউনলোড      বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের মেইন ওয়েবসাইট

 

বিদ্যুৎ আইন ধারা ৩৯ ,  ধারা ৪০-৪১,  ধারা ৪২-৪৩,  বিদ্যুৎ আইন  বিদ্যুৎ সপ্তাহ-১২ লিফলেট    নিয়োগ বিজ্ঞপ্তি  সংবাদপত্র সংগ্রহ

 

.    নতুন বিদ্যুৎ সংযোগ গ্রহণ।

২.    নতুন বিদ্যুৎ সংযোগ এর বিলিং করন

৩.    বিল সংক্রান্ত অভিযোগ গ্রহন ও নিস্পত্তি করণ।
৪.    গ্রাহকের ঠিকানায় সময়মত বিদ্যুৎ বিল পৌছানো।
৫.    বিদ্যুৎ বিল পরিশোধ সম্পর্কে গ্রাহককে অবহিত করণ।
৬.    বিদ্যুৎ বিভ্রাটের অভিযোগ গ্রহন ও নিস্পত্তি করণ।
 

সম্ভাব্য অভিযোগঃ

০১।

মিটার বেশী ঘুরে।

১০।

বকেয়ার পরিমান জানতে আগ্রহী।

০২।

ট্রান্সফরমার স্থাপন/অপসারণ ।

১১।

নতুন সংযোগে বিল হয়নি ।

০৩।

বৈদ্যুতিক পোল অপসারণ।

১২।

মিটারের শিরোনাম পরিবর্তন ।

০৪।

বিদ্যুৎ বিল বেশী করা হইয়াছে।

১৩।

বিল পাওয়া যায় নাই।

০৫।

মিটার ভাঙ্গিয়া/ চুরি গিয়াছে।

১৪।

এনালগ মিটারটি পরিবর্তন করতে আগ্রহী।

০৬।

সার্ভিস এন্ট্রান্স তার জ্বলিয়া গিয়াছে।

১৫।

ট্রান্সফরমার স্থাপন/অপসারণ।

০৭।

লোড ছাড়াও মিটার ঘুরে।

১৬।

মিটার পরীক্ষা করিতে আগ্রহী।

০৮।

মিটার ঘুরিতেছে না।

১৭।

গাছ-পালা কাটিতে আগ্রহী।

০৯।

সংযোগ বিচ্ছিন্ন/পুনঃসংযোগ গ্রহন করিতে আগ্রহী।

১৮।

ডুপ্লিকেট বিলের প্রয়োজন।