বিক্রয় ও বিতরণ বিভাগ-১, নেসকো, দিনাজপুর দপ্তরের আওতাধীন সম্মানিত বিদ্যুৎ গ্রাহক গণের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, ১১ কেভি মালদহপট্টি ও কাঞ্চন ফিডারের লাইনের নিকটবর্তী বৃক্ষের শাখা-প্রশাখা/ডালপালা কাঁটার জন্য আগামী ০৮/০২/২০২৫ ইং তারিখ রোজ শনিবার সকাল ৯:০০ টা হতে বিকাল ৫:০০ টা পর্যন্ত মালদহপট্টি ও কাঞ্চন ফিডারের আওতাধীন মালদহপট্টি, চুড়িপট্টি, বড়বন্দর, নতুনপাড়া, ছোট গুড়গোলা, বড় গুড়গোলা, ফকিরপাড়া, কালুর মোড়, চৌরঙ্গী মোড়, বিশ^রোড, শেরশাহ মোড়, কাঞ্চন কলোনী, চাউলিয়াপট্টি, পাটুয়াপাড়া, ঘাসিপাড়া মোড়, মুদিপাড়া, ক্ষেত্রীপাড়া, এনায়েতপুর, ছয়রাস্তার মোড়, বকুলতলা, কালিতলা, হাড়িপাড়া, লালবাগ, প্রভৃতি এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিতকল্পে রক্ষনাবেক্ষণ কাজে আপনাদের সকলের সার্বিক সহযোগিতা একান্তভাবে কাম্য।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস