বিক্রয় ও বিতরণ বিভাগ—১, নেসকো, দিনাজপুর দপ্তরের আওতাধীন সম্মানিত বিদ্যুৎ গ্রাহক গণের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, ১১ কেভি ডায়াবেটিক ও মাজার ফিডারের লাইনের নিকটবর্তী বৃক্ষের শাখা—প্রশাখা/ডালপালা কাঁটার জন্য আগামী ১৬/০২/২০২৫ ইং তারিখ রোজ রবিবার সকাল ৯:০০ টা হতে বিকাল ৫:০০ টা পর্যন্ত ডায়াবেটিক ও মাজার ফিডারের আওতাধীন খামার কাচাঁই, আগা খান মিল, খোকন মৌলভীর মোড়, ফুলবাড়ী বাসস্ট্যান্ড, ডায়াবেটিক মোড়, ইসলামী হাসপাতাল, হাউজিং মোড়, শেখ জাহাঙ্গীর মাজার এলাকা, লালদিঘী, শেখপুরা, ১৭ নং রেলঘুন্টি, বুড়ির মিল, ৮ নং উপ—শহর, লম্বাপাড়া, ৮ নং রেলঘুন্টি, কামাতপাড়া, নিমতাড়া, মেডিকেল মর্গ, কাশিপুর আশ্রয়ণ, খোদ মাধবপুর, মেডিকেল এর সামনে প্রভৃতি এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিতকল্পে রক্ষনাবেক্ষণ কাজে আপনাদের সকলের সার্বিক সহযোগিতা একান্তভাবে কাম্য।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস