Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

কী সেবা কীভাবে পাবেন

 অনলাইনে নতুন বিদ্যুৎ সংযোগের আবেদন       খুচরা বিদ্যুতের মুল্যহার ডাউনলোড      বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের মেইন ওয়েবসাইট

 

বিদ্যুৎ আইন ধারা ৩৯ ,  ধারা ৪০-৪১,  ধারা ৪২-৪৩,  বিদ্যুৎ আইন  বিদ্যুৎ সপ্তাহ-১২ লিফলেট    নিয়োগ বিজ্ঞপ্তি  সংবাদপত্র সংগ্রহ

 

.    নতুন বিদ্যুৎ সংযোগ গ্রহণ।

২.    নতুন বিদ্যুৎ সংযোগ এর বিলিং করন

৩.    বিল সংক্রান্ত অভিযোগ গ্রহন ও নিস্পত্তি করণ।
৪.    গ্রাহকের ঠিকানায় সময়মত বিদ্যুৎ বিল পৌছানো।
৫.    বিদ্যুৎ বিল পরিশোধ সম্পর্কে গ্রাহককে অবহিত করণ।
৬.    বিদ্যুৎ বিভ্রাটের অভিযোগ গ্রহন ও নিস্পত্তি করণ।
 

সম্ভাব্য অভিযোগঃ

০১।

মিটার বেশী ঘুরে।

১০।

বকেয়ার পরিমান জানতে আগ্রহী।

০২।

ট্রান্সফরমার স্থাপন/অপসারণ ।

১১।

নতুন সংযোগে বিল হয়নি ।

০৩।

বৈদ্যুতিক পোল অপসারণ।

১২।

মিটারের শিরোনাম পরিবর্তন ।

০৪।

বিদ্যুৎ বিল বেশী করা হইয়াছে।

১৩।

বিল পাওয়া যায় নাই।

০৫।

মিটার ভাঙ্গিয়া/ চুরি গিয়াছে।

১৪।

এনালগ মিটারটি পরিবর্তন করতে আগ্রহী।

০৬।

সার্ভিস এন্ট্রান্স তার জ্বলিয়া গিয়াছে।

১৫।

ট্রান্সফরমার স্থাপন/অপসারণ।

০৭।

লোড ছাড়াও মিটার ঘুরে।

১৬।

মিটার পরীক্ষা করিতে আগ্রহী।

০৮।

মিটার ঘুরিতেছে না।

১৭।

গাছ-পালা কাটিতে আগ্রহী।

০৯।

সংযোগ বিচ্ছিন্ন/পুনঃসংযোগ গ্রহন করিতে আগ্রহী।

১৮।

ডুপ্লিকেট বিলের প্রয়োজন।